সভাপতি মহোদয়ের বাণী

একটি জ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত হলো সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এবং বর্তমান প্রজন্মকে ভবিষ্যৎ সমাজের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমারা অ্যাম্বাসেডরগণ ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা বিবেচনা করে নিজেদের পেশাগত দক্ষতার পাশাপাশি নিজ নিজ উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছি। বর্তমানে কুমিল্লা জেলায় প্রায় ১৫০ এর অধিক অ্যাম্বাসেডর রয়েছেন। যারা কুমিল্লা জেলার শিক্ষকদেরকে কিশোর বাতায়ন, মুক্তপাঠ ও শিক্ষক বাতায়নে সদস্যকরণ, মুক্তপাঠে অনলাইন প্রশিক্ষণের কলাকৌশল সম্পর্কে অবহিতকরণ, কন্টেন্ট তৈরির দক্ষতা অর্জনে সাহায্য করা, অনলাইন স্কুল যুক্তকরণ, অনলাইন ক্লাস তৈরিতে সাহায্য করা এবং বিভিন্ন সফটওয়ারের কাজ সম্পর্কে স্ব প্রণদিত হয়ে সহায়তা করে আসছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, জেলা আইসিটি ফোরাম, কুমিল্লার অ্যাম্বাসেডরগণ তাদের যাবতীয় কর্মকান্ডকে তুলে ধরার জন্য জেলা আইসিটি ফোরামের ওয়েবসাইট প্রস্তুত করেছেন যা জেলা শিক্ষা অফিসার মহোদয় উদ্বোধন করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা জেলা অ্যাম্বাসেডরগণ কুমিল্লার মান্যবর জেলা শিক্ষা অফিসার জনাব মো: ইউনুস ফারুকী স্যারের কাছে চির কৃতজ্ঞ। ওয়েবসাইট তৈরিতে ফোরামের সাংগঠনিক সম্পাদক জনাব কবির খান বিপ্লব স্যারসহ যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মোহাম্মদ নাসির উদ্দিন
সভাপতি
জেলা আইসিটি ফোরাম, কুমিল্লা